Aparna Howlader
  • Home
  • Research
  • Academic Blog
  • Op-Eds
  • Bio

যদি অর্থনীতিতে আন্ডারগ্র্যাড না থাকেঃ

7/22/2022

 
​দুই ধরণের ক্যারিয়ার চয়েস নিয়ে কথা বলবো এই পোস্টে। এক, অর্থনীতিতে আন্ডারগ্র্যাড না থাকলে কিভাবে অর্থনীতি রিলেটেড কিছুতে হায়ার স্টাডিজ করা যায়? দুই, অর্থনীতিতে আন্ডারগ্র্যাড করে অন্য কোন কোন সাবজেক্টে শিফট হওয়া যায়? 

তো, শুরুতে কথা বলছি যদি আপনার আন্ডারগ্র্যাড অর্থনীতি ভিন্ন অন্য কিছুতে হয়, এবং আপনার ক্যারিয়ার চয়েস হয় অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি করা। আমার গ্র্যাজুয়েট স্কুলে সহকর্মীদের মধ্যে অনেকেরই অর্থনীতিতে আন্ডারগ্র্যাড ছিলো না। সেই প্রেক্ষিতে লিখছি। এই ধাপটি আপনি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের বিচারে হিসাব করতে পারেন। মানে, শিফট করা সহজ হবে যদি আপনি অর্থনীতির চেয়ে বেশি ম্যাথ আছে, এমন সাবজেক্ট থেকে আসতে চান। অর্থনীতির চেয়ে বেশি ম্যাথ কি কি সাবজেক্টে আছে? যেমন ধরুন, আপনার যদি গণিতেই অনার্স থাকে, বা পরিসংখ্যানে অনার্স থাকে, অর্থনীতিতে শিফট করা তেমন কঠিন কিছু হবে না। আবার, আপনার যদি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকে, আপনি সহজেই আসতে পারবেন। আমার বন্ধুদের মধ্যে সিভিল বা ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্র্যাড করা অনেকেই এসেছে পরে ন্যাচারাল রিসোর্স ইকনমিক্সে পিএইচডি করতে। তবে, অর্থনীতিতে শিফট করতে চাইলে আন্ডারগ্র্যাডের পর অর্থনীতিতে মাস্টার্স করলে কাজটা সহজ হবে। দেশে ঢাকা স্কুল অফ ইকনমিক্স একটা ভালো অপশন হতে পারে। অনেককেই দেখছি শেষ কয়েক বছর এখান থেকে মাস্টার্স করে বাইরে ইকনমিক্সে পিএইচডি করতে আসতে। পলিসি রিলেটেড কাজের অভিজ্ঞতাও বেশ সাহায্য করবে। 

এবার আসা যাক, যদি আপনার ম্যাথ ব্যাকগ্রাউন্ড দুর্বল হয় কিংবা একেবারেই না থাকে? ধরুন, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে আন্ডারগ্র্যাড করে ইকনমিক্সে পিএইচডি করতে চান? সেইক্ষেত্রে, ইকনমিক্সের মেইন ডিপার্টমেন্টগুলোতে এডমিশন পাওয়া বেশ কঠিন। আপনার ম্যাথ ব্যাকগ্রাউন্ড দুর্বল হলে, আমার জানামতে, একটা উপায় হচ্ছে পলিসি ডিপার্টমেন্টগুলোতে পিএইচডি এডমিশন নেওয়া। এইসব বিভাগে সাধারণত বেশ কিছু ইকনমিস্ট প্রফেসর থাকেন। আবার, এই বিভাগগুলোতে ম্যাথ এর রিকোয়ারমেন্ট মেইন ডিপার্টমেন্টগুলো থেকে কম। তো, এই পথে - আপনি ইকনমিক্স রিলেটেড কোনও টপিকে পিএইচডিও করতে পারেন। ম্যাথ ব্যাকগ্রাউন্ড দুর্বল হলে ইকনমিক্সের বেসিক কোর্সগুলোতে পাশ করা বেশ কঠিন হয়ে যেতে পারে। সেটা মাথায় রাখতে হবে। আগেই বলেছি, স্যোশাল সায়েন্সের অন্য সাবজেক্টের থেকে ইকনমিক্সে ম্যাথ এর রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। 

এখন, উল্টোদিকে চিন্তা করা যাক। ধরুন, আপনি ইকনমিক্সে আন্ডারগ্র্যাড করছেন কিন্তু আর ইকনমিক্সে পড়তে আগ্রহী নন। আপনি অন্য কোনও বিষয়ে হায়ার স্টাডিজ করতে চান। এই ক্ষেত্রে বেশ কিছু অপশন আছে। আপনি পাবলিক হেলথ, হেলথ পলিসি এই ধারায় কোনও সাবজেক্টে যেতে পারেন। আবার, ডেভেলপমেন্ট পলিসি ধরণের কোনও ধারায় যেতে পারেন। বিভিন্ন পলিসি ডিপার্টমেন্টগুলোতে আপনি ইকনমিক্সের আন্ডারগ্র্যাড থেকে যেতে পারবেন - এবং, এইসব ডিপার্টমেন্টে ইকনমিক্স মেইন্সট্রিমের চেয়ে কম পড়ানো হবে। 

আমাদের অনেক ছাত্রছাত্রী একবার এক বিষয়ে আন্ডারগ্র্যাডে ভর্তি হয়ে উৎসাহ হারিয়ে ফেললে আর হায়ার স্টাডিজের কথা চিন্তা করে না। ইন্টারডিসিপ্লিনারি এই অপশনগুলো জানা থাকলে আপনি সহজেই এই বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়ার প্ল্যান করতে পারবেন। 

    Author

    Sharing some suggestions and experiences for current Bangladeshi undergraduate students. All comments are my own, reflecting only my experience. 

    I will keep this in Bengali to make it easier for Bengali-speaking kids. 

    Archives

    August 2022
    July 2022
    January 2022

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.